Monday, November 30, 2015
বিপরীত মুখ (ছড়া-১)
যে ফেলে ময়লা
রাস্তায় হাকিয়ে
সেই আবার চলছে,
নাক-মুখ বাকিয়ে।
চলতে ফিরতে
দোষী গোণে সবেরে,
সে-ই আবার ঠকায়
ছোট যে গতরে।
বলে সে, সব হারামী
পাজি আর নচ্ছার,
টিকতে আর পারি না
সব ব্যাটা বাটপার।
ওদিকে গেদুর মা
পায়ে পরে বারেবার,
পাওনাটা দিয়ে দাও
গেদুর বাপে পরপার।
বলে হেসে নেতাজী,
কীসে তোর জন্ম?
নিত্য যে জ্বালাচ্ছ
নেই কি কম্ম?
আরিফ খান
০১-১২-১৫
বিখ্যাত সাইমুম সিরিজ পড়ুন আপনার এন্ড্রয়েড মোবাইলে
সালাম। সুস্ধ ধারার থ্রিলার সিরিজ সাইমুম অনেকেই চেনেন, জানেন কিংবা পড়েন। বাংলা ভাষায় এরকম সাহিত্য দ্বিতীয়টি নেই।
এই বহুল জনপ্রিয় এই সিরিজ পড়তে পারেন আপনার মোবাইলেও। নিচের লিং্ক থেকে নামিয়ে নিন এ্যাপটি।
অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।
এখানে ক্লিক করুন
এই বহুল জনপ্রিয় এই সিরিজ পড়তে পারেন আপনার মোবাইলেও। নিচের লিং্ক থেকে নামিয়ে নিন এ্যাপটি।
অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।
এখানে ক্লিক করুন
Saturday, November 28, 2015
IDM (Internet Download Manager)এর লাইসেস্ন এবার নিয়ে নিন।
যাদের IDM (Internet Download Manager) এর লাইসেন্স যাদের নেই তারা এই পদ্ধতে অবলম্বন করতে পারেন। খুব সহজেই আবার আপনার আইডিএম দিয়ে ডাউনলোড করতে পারেন। জানেন নিশ্চয়ই এর সুবিধা অনেক বড় সুবিধা হল ডাউনলোডের মাঝখানে বন্ধহয়ে গেলেও আবার সেখান থেকেই ডাউনলোড শুরু হয়। গতিও দ্রুত।
* প্রথমে আপনার ইন্সটল করা IDM টি আনইন্সটল করুন।
* এখান থেকে নামিয়ে নিন আইডিএম-এর ফোল্ডারটি এবং যেখানে ইচ্ছে সেভ করুন।
* ফাইলটি জিপ করা যদি আপনার Winrar না থাকে তবে নামিয়ে নিন।
* নেটোয়ার্ক ডিসেবল করে ডাউনলোড কৃত ফোল্ডার থেকে আইডিএম ওপেন করুন।
* এবার আপনার লাইসেন্স চাইবে আর আপনি হ্যাক করবেন।
* ডাউনলোডকৃত ফোল্ডারে SN নামে একটি টেক্সট ফাইল আছে ওটা ওপেন করে সব তথ্য দিয়ে দিন।
* এবার নেটোয়ার্ক ইনেবল করে ডাউনলোড করুন দূর্দান্ত।
* মিডিয়া ফায়ার দিয়ে না ডাউনলোড না হলে গুগল ড্রাইভ দিয়ে
যদি নিচের ডায়লগ বক্সটি আসে তবে বক্সটি কোন এক কর্ণারে রেখে দিন কোন সমস্যা হবে না।
আরো কোনো সমস্যা হলে কমেন্টে অথবা Sweet Dream পেইজে।
Wednesday, November 25, 2015
এবার সহজেই আপনার কম্পিউটারে পড়ুন ঝকঝকে বাংলা
অনেকেই ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু বাংলা ভেঙ্গে ভেঙ্গে আসায় বাংলা পড়তে পারেননা তাদের জন্য এই পোষ্ট।
প্রথমেই এখানে গিয়ে অভ্র কিবোর্ড (টাইপের জন্য লাগলে) ও বাংলা ফন্ট নামিয়ে নিন এবং ইন্সটল করুন।
আপনার ফায়ারফক্স এর Tools এর Option এ যান তারপর content এ গিয়ে advanced এ যান।
এরপর fonts for অপশন থেকে বাংলা নিয়ে serif ও sens serif পরিবর্তন করে আপনার ইন্সটলকৃত ফন্ট সিলেক্ট দিন (Kalpurush, Siyam Rupali) ইত্যাদি।
এর পর ok দিয়ে বের হয়ে আসুন।
দেখুন আপনার বাংলা ঝকঝকে আসবে। (এটি আগে আমার অন্য ব্লগে প্রকাশিত)
অনেকেই ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু বাংলা ভেঙ্গে ভেঙ্গে আসায় বাংলা পড়তে পারেননা তাদের জন্য এই পোষ্ট।
প্রথমেই এখানে গিয়ে অভ্র কিবোর্ড (টাইপের জন্য লাগলে) ও বাংলা ফন্ট নামিয়ে নিন এবং ইন্সটল করুন।
আপনার ফায়ারফক্স এর Tools এর Option এ যান তারপর content এ গিয়ে advanced এ যান।
এরপর fonts for অপশন থেকে বাংলা নিয়ে serif ও sens serif পরিবর্তন করে আপনার ইন্সটলকৃত ফন্ট সিলেক্ট দিন (Kalpurush, Siyam Rupali) ইত্যাদি।
এর পর ok দিয়ে বের হয়ে আসুন।
দেখুন আপনার বাংলা ঝকঝকে আসবে। (এটি আগে আমার অন্য ব্লগে প্রকাশিত)
Subscribe to:
Posts (Atom)